ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
৫৬৩

শিবচরের একমাত্র বিদ্যালয়টি পদ্মায় বিলীন 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৬ ২৩ জুলাই ২০২০  

শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চরাঞ্চলের বাতিঘর খ্যাত সেই বিদ্যালয়টি পদ্মায় বিলীন হয়ে গেল। বুধবার রাতে বিদ্যালয়টির  দ্বিখন্ডিত হয়ে হেলে পড়ে। বৃহস্পতি বিদ্যালয়টি নদীর দিকে হেলে পড়ে বিলীন হয়ে গেছে।
 পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে ছুটে যাচ্ছে চরাঞ্চলের অসংখ্য মানুষ। এছাড়াও পানিবন্দি হয়ে পরেছে হাজার হাজার মানুষ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে দূর্ভোগে দিন কাটাচ্ছে চরাঞ্চলের মানুষেরা।
জানা গেছে, উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নূরুদ্দিন মাদবরেরকান্দি গ্রামে অবস্থিত এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবনটি পদ্মায় হেলে পড়েছে।
 নূরুদ্দিন মাদবরের কান্দি এস. ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়টি ২০০৯ সালে স্থাপিত হয়।
চরের একমাত্র বিদ্যালয়ে শিক্ষার্থীরা সবাই চরের বাসিন্দা। মূল ভূ-খন্ড এখান থেকে বেশ দূরে হওয়ায় চরের ছেলে-মেয়েরা অন্যত্র গিয়ে লেখাপড়া করার সুযোগ পেতো না। বিদ্যালয়টি হওয়ার কারণে  চরের ছেলেমেয়েরা লেখাপড়া করতো। বিদ্যালয়টিতে ছোট ছোট  চরের ২৪টি গ্রাম থেকে তিনশতাধিক শিক্ষার্থী ছিল।